বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যং পাড়া থেকে উদ্ধার গুলিবিদ্ধ তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ না করায় মামলা করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (৯ মে) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি জারলম বমের কাছে হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়ার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) ও দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।
আরও পড়ুন: বান্দরবানে গুলিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে
Advertisement
স্থানীয়রা জানান, সোমবার (৮ মে) পাইক্ষ্যং পাড়া এলাকায় তিনজনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠায় পুলিশ। আজ ময়নাতদন্ত শেষে মরদেহগুলো হস্থান্তর করা হয়।
স্থানীয়রা আরও জানান, নিহত নেনথাং বম রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। অপর দুজন জীবিকার তাগিদে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। নিহতদের কেউই কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেন তারা।
বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি জারলম বম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহগুলো নিহতের পরিবারের সদস্য ও বম সোশ্যাল কাউন্সিলের নেতাদের মাধ্যমে অন্তিম সৎকারের জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস