নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে একটি কোচিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। কোচিংয়ে জড়িত থাকায় চলতি এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার (৮ মে) রাত ৮টার দিকে কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে ‘আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম সেন্টারে’ এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন মিয়া।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. তুহিন, গণিত বিষয়ের সহকারী শিক্ষক জহির উদ্দিন, কম্পিউটারের শিক্ষক ওয়াছিউর রহমান ও ইংরেজি বিষয়ের শিক্ষক হেলাল উদ্দিন।
ইউএনও ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, এসএসসি পরীক্ষার সময় সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। সরকারি এ নির্দেশনা অমান্য করে রাতের বেলা কোচিং সেন্টার চালানোর খবরে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম কোচিং সেন্টারটি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। একইসঙ্গে কোচিংয়ে জড়িত থাকায় কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষককে চলতি এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Advertisement
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম