বিনোদন

গ্র্যামিতে মনোনয়ন পেলেন আনুশকা শঙ্কর

গ্র্যামি অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাওয়ার্ড মিউজিক বিভাগে মনোনয়ন পেলেন কিংবদন্তি সঙ্গীতাজ্ঞ রবিশঙ্করের তনয়া সেতারশিল্পী আনুশকা শঙ্কর। তিনি নতুন অ্যালবাম `ট্রেসেম অব ইউ`র জন্য এ মনোনয়ন পেয়েছেন।টাইমস অব ইনডিয়ার খবরে জানা গেছে, সনাতন ভারতীয় সঙ্গীত এবং ইলেক্ট্রনিক মিউজিকের মিশেলে আনুশকার অ্যালবামটি তৈরি হয়েছে। অ্যালবামটিতে আনুশকার সেতার-সুরের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তার সৎ বোন নোরা জোন্স। এ নিয়ে তৃতীয়বার গ্র্যামিতে মনোনয়ন পেলেন আনুশকা। এর আগে ২০০৩ এবং ২০০৫ সালে মনোনীত হয়েছিলেন ৩৩ বছর বয়সী এই শিল্পী।সূত্রটি আরো জানিয়েছে, আনুশকার পাশাপাশি এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে আরো দুই ভারতীয় মনোনয়ন পেয়েছেন। বেস্ট চিলড্রেন অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছেন নীলা ভাসওয়ানি। আর `বেস্ট নিউ-এজ অ্যালবাম` বিভাগে মনোনীত হয়েছেন রিজি কেজ।এছাড়া এবারের আসরে ছয়টি করে মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ গায়ক স্যাম স্মিথ, মার্কিন গায়িকা বিয়ন্সে নোলস ও গায়ক ফ্যারেল উইলিয়ামস। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে ৮৩টি শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

Advertisement