চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলাদেশের শিল্প-সংস্কৃতি’ নিয়ে জাগো জবসের শেষ পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : হজরত শাহ জালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর কোথায়?উত্তর : কুর্মিটোলা, ঢাকা।২. প্রশ্ন : ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।৩. প্রশ্ন : ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়।৪. প্রশ্ন : ‘স্বাধীনতা স্তম্ভ’ কোথায় অবস্থিত?উত্তর : সোহরাওয়ার্দী উদ্যান।৫. প্রশ্ন : ‘সংগ্রাম’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : সোনারগাঁও লোকশিল্প জাদুঘর।৬. প্রশ্ন : ‘সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।৭. প্রশ্ন : ‘ভাষা অমরতা’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।৮. প্রশ্ন : ‘সার্ক ফোয়ারা’ কোথায়?উত্তর : সোনারগাঁ হোটেলের সামনে।৯. প্রশ্ন : ‘চেতনা-৭১’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : পুলিশ লাইন, কুষ্টিয়া।১০. প্রশ্ন : ‘স্মারক ভাস্কর্য’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।১১. প্রশ্ন : ‘জয় বাংলা জয় তারুণ্য’ কোথায়?উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়।১২. প্রশ্ন : ‘বাংলাদেশের মানচিত্র’ কোথায় স্থাপিত?উত্তর : জাতীয় জাদুঘর ও মুজিবনগর।১৩. প্রশ্ন : চারুকলা ইনস্টিটিউট কোথায়?উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়।১৪. প্রশ্ন : ‘বঙ্গবন্ধু মনুমেন্ট’ কোথায়?উত্তর : গুলিস্তান, ঢাকা।১৫. প্রশ্ন: ‘বিজয় সরণি ফোয়ারা’ কোথায়?উত্তর : তেজগাঁও, ঢাকা।১৬. প্রশ্ন : ‘মোদের গরব’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : বাংলা একাডেমি প্রাঙ্গন।১৭. প্রশ্ন : ‘শান্তির স্তম্ভ’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : জাতীয় প্যারেড স্কয়ারে।১৮. প্রশ্ন : ‘শান্তির পাখি’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : টিএসসি চত্বর, ঢাবি।১৯. প্রশ্ন : ‘আব্বাস উদ্দীন চত্বর’ কোথায়?উত্তর : পল্টন মোড়।২০. প্রশ্ন : ‘রানার’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?উত্তর : রাজশাহী পোস্টাল একাডেমী গেট।এসইউ/পিআর
Advertisement