জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ শিক্ষার মানোন্নয়নে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় সশরীরে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (৭ মে) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) লেকচার গ্যালারি-১ এ এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
Advertisement
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের ১২০ জন শিক্ষক প্যাডাগোজিভিত্তিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের পাঠদানের নানা কৌশল ও পদ্ধতি শেখানোর এ প্রশিক্ষণ চার মাসব্যাপী চলবে। ৪০ জন করে ৩টি ব্যাচে (৪৪, ৪৫ ও ৪৬তম) এই প্রশিক্ষণের মডিউল সাজানো হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। এ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিমরানজিট কাউর জজ, ড. সুরিয়া সেলাসি বিনতে এনজিত। সিইডিপির উপ-প্রকল্প পরিচালক আব্দুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
Advertisement
এমএইচএম/এমআইএইচএস