দেশজুড়ে

আগুনে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর পুড়ে ছাই

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চড়াকেশবপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। এত ঘরের আসবাবপত্রসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। রোববার (৭ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

ক্ষতিগ্রস্ত আয়েশা খাতুন (৪৫) জাগো নিউজকে বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে আমি ভাত রান্না করছিলাম। এসময় হঠাৎ আগুন দেখতে পেয়ে চিল্লাচিল্লি করতে থাকি। তখন সবাই ঘর থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমরা অসহায়-গরিব মানুষ। আমাদের সব শেষ হয়ে গেলো। এখন আমরা কী খাবো, কোথায় থাকবো?’

পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন হোসেন জাগো নিউজকে বলেন, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে যান জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন ।

এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবাদের মধ্যে খাবার, ঢেউটিন, নগদ টাকাসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ঘোষণা দেন।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জাগো নিউজকে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের খাবার ও নতুন করে ঘর বানানোর জন্য ঢেউটিন পৌঁছে দেবো।

এসআর

Advertisement