দেশজুড়ে

আশ্রয়ণের ঘর দেওয়ার নামে টাকা নেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

নাটোরের গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে উপকারভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

রোববার (৭ মে) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেন। শনিবার উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নজরুল ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ডে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এজন্য তাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আশ্রয়ণের ঘর দিতে বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায়

Advertisement

স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানায়, নজরুল ইসলাম ‘মিনি এমপি নজরুল ইসলাম’ ওরফে ‘মিনি নজরুল’ নামে খ্যাত। ছয় মাস আগে তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে দুস্থ ও দরিদ্র নারীদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে ঘুষ নেন। অনেক চেষ্টা-তদবির করেও ঘর না পেয়ে টাকা ফেরত পেতে গত ৩ মে নাটোরে আমলি আদালতে মামলা করেন দুই ভুক্তভোগী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ও জেলা প্রশাসকের নজরে আছে। এরপর বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর মোহাম্মদ মাসুম ইউএনওর দপ্তরে অভিযোগকারীদের বক্তব্য গ্রহণ করেন।

এসময় অভিযুক্ত নজরুল ইসলাম, ইউএনও শ্রাবণী রায়, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল উপস্থিত ছিলেন। পরদিন শুক্রবার সকালে ইউএনও শ্রাবণী রায় ভুক্তভোগীদের তার বাসভবনে ডেকে পাঁচ নারীর টাকা ফেরত দেন। নজরুলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করায় দুই নারী টাকা ফেরত পাননি।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

Advertisement