অনেকেই গান শুনতে পছন্দ করেন। রাস্তায় চলতে, বাসে কিংবা ট্রেনে যাত্রাপথে গান খুব ভালো সঙ্গী হতে পারে। বাজারে প্রতিনিয়ত আসছে নতুন নতুন ইয়ারবাড। যা গ্রহকদের আকৃষ্ট করতে অসংখ্য ফিচার নিয়ে হাজির হচ্ছে।
Advertisement
ইয়ারবাডগুলো প্রয়োজন মেটানোর পাশপাশি এখন ফ্যাশনের অংশও বটে। যারা স্টাইলিশ ইয়ারবাড খোঁজেন তাদের জন্য আজকের আয়োজন। বাজারে এমনো কিছু ইয়ারবাড রয়েছে, যাতে হাই-টেক ডিজাইন দেখতে পাবেন। কেসে এলইডি আলো দিয়ে ডিজাইন করা থাকে। যা ইয়ারবাডগুলোকে আরও স্টাইলিশ এবং ট্রেন্ডি করে তোলে।
তবে এজন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হবে না। সাধ্যের মধ্যেই পাবেন স্টাইলিশ সব ইয়ারবাড। চলুন জেনে নেওয়া যাক এমনই ৩ ইয়ারবাড সম্পর্কে-
আরও পড়ুন: এক চার্জে ৫০ ঘণ্টা চলবে এই ইয়ারবাড
Advertisement
ডিজো বাডস জেডস্টাইলিশ ইয়ারবাড কিনতে চাইলে দেখতে পারেন ডিজো বাডস জেড ইয়ারবাডটি। আকর্ষণীয় লুকে দুর্দান্ত সব ফিচার নিয়ে হাজির হয়েছে ইয়ারবাডটি। কোম্পানির দাবি, এই ইয়ারবাডগুলোর প্লেব্যাক টাইম সাড়ে ৪ ঘণ্টা, যা চার্জিং কেসের মাধ্য়মে ১৬ ঘণ্টা পর্যন্ত বাড়ানো যেতে পারে। শুধু তাই নয়, দ্রুত চার্জিং ফিচারও রয়েছে এতে। অর্থাৎ এটি ১০ মিনিটের চার্জে দেড় ঘণ্টা চলতে পারে। এতে IPX4 ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং, স্মার্ট টাচ কন্ট্রোল, ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি এবং ১০ মিমি ডাইনামিক ড্রাইভারের মতো ফিচার রয়েছে। এর কেসটিতে এলইডি সাপোর্ট পেয়ে যাবেন। দাম থাকছে ২ হাজার ৮৯৯ টাকা।
নাথিং ইয়ারবাডনাথিং ইয়ার স্টিক ও নাথিং ইয়ার ১ ইয়ারবাডের একটি দেখতে লিপস্টিকের মতো অন্যটি অ্যাপল ইয়ারবাডের মতো। দুই ইয়ারবাডে দেওয়া হয়েছে ট্রান্সপারেন্ট ডিজাইন, যা এদের আকর্ষণীয় করে তুলেছে অনেক বেশি। স্টাইলিশ ইয়ারবাড কিনতে চাইলে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন নাথিংয়ের এই দুই ইয়ারবাড। সংস্থার দাবি, ইয়ার স্টিক এক চার্জে ২৯ ঘণ্টা এবং ইয়ার ১ ইয়ারবাডটি ৩৪ ঘণ্টা চলবে। সাধ্যের মধ্যে পাবেন ইয়ারবাডগুলো।
বোট ইয়ারডপস ১২১ভি২বোটের এই ইয়ারপডগুলো হালকা ওজনের। ডিজাইনের দিক থেকেও বেশ আকর্ষণীয়। এই ইয়ারবাডগুলোতে ৩৮০এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেয়। চার্জ করতে ২ ঘণ্টা সময় লাগে। চার্জিং কেসে ব্যাটারির জন্য এলইডি লাইটও দেওয়া হয়েছে। এর মধ্যে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি এবং ৮ মিমি ডায়নামিক ড্রাইভারের মতো ফিচার দেওয়া হয়েছে। এই ইয়ারবাডের দাম ১ হাজার ৮৫০ টাকা।
সূত্র: গ্যাজেট ৩৬০
Advertisement
কেএসকে/এমএস