বিনোদন

গানের শান এবার সিনেমার পর্দায়

মিউজিক ভিডিওর অভিনয়ে অনেকবার দেখা গেলেও কখোনো তাকে নাটক বা সিনেমায় অভিনয়ে দেখা যায়নি। তবে এবার পুরোদস্তুর অভিনয়ে আসছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান। পাপারাও বিয়ালাস পরিচালিত সংগীতবহুল সিনেমা ‘মিউজিক স্কুল’- এ দেখা যাবে তাকে।

Advertisement

আরও পড়ুন: কত টাকায় নিলাম হবে প্রিয়াঙ্কার গলার হীরার হার?

এ সিনেমায় কাজের সুযোগ পাওয়ার জন্য পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে শান বলেন, যখন ‘মিউজিক স্কুল’-এর একটা গানে কাজ করা শুরু করলাম, তখন ধারণাই ছিল না যে, তাতে অভিনয়ও করে ফেলব।

কেন তাকেই অভিনয়ের জন্য বেছে নিলেন পরিচালক? শানের কথায়, যখন আমি গান রেকর্ড করছিলাম, পরিচালকের মনে হয়েছিল, চরিত্রটায় আমাকেই সব থেকে ভালো মানাবে। তখন আমাকেই প্রস্তাব দেন।

Advertisement

আরও পড়ুন: সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে ধাক্কা মারলেন শাহরুখ

সিনেমার গল্প নিয়ে ধারণা ছিলই, এরপর যখন পাপারাও চিত্রনাট্য পড়ে শোনান, রাজি হয়ে যান শান। গায়ক তথা অভিনেতা জানান, শুটিংয়ের অভিজ্ঞতা খুবই ভালো। বেশির ভাগ অংশ শুট করা হয়েছে গোয়ায়।

সিনেমায় শান অভিনীত চরিত্রের জন্য চনমনে, প্রাণশক্তিতে ভরপুর, একজন অভিনেতার সন্ধানে ছিলেন পরিচালক। এ প্রসঙ্গে নির্মাতা পাপারাও বলেন, আমি দেখলাম, শান যখন সিনেমার জন্য গান রেকর্ড করছিল, ও খুবই উত্তেজিত ছিল। খুশিতে ওর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আক্ষরিক অর্থেই নেচে নেচে গাইছিল ও। ব্যস, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যাকে খুঁজছি, তাকে পেয়ে গিয়েছি।

আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’র প্রশংসা করলেন নরেন্দ্র মোদী

Advertisement

বহুভাষিক সিনেমাটি তৈরি করছেন আইপিএস অফিসার থেকে পরিচালক হওয়া পাপারাও। শানের বিপুল প্রশংসা করে পরিচালক জানান, শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও। জোর করে কোনো কিছু করার চেষ্টা করতে হয় না তাকে। পাপারাওয়ের কথায়, সব থেকে বড় কথা, ও একজন খুব ভালো মানুষ। ওর ইতিবাচক মানসিকতা এবং উচ্ছল ভাবভঙ্গির জন্যই এ ছবিতে ওকে নিয়েছি।

সিনেমার জন্য তৈরি হওয়া একটি গান চলতি সপ্তাহেই মুক্তি পাবে। সিনেমায় শান অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। তার সহ-অভিনেতারা হলেন শ্রিয়া শরণ, শরমন যোশী প্রমুখ। সিনেমায় যেমন অভিজ্ঞ অভিনেতারা রয়েছেন, তেমনই প্রতিভাবান শিশুশিল্পীরাও রয়েছে।

সাম্প্রতিককালে পড়াশোনার প্রবল চাপে ছাত্র, তাদের অভিভাবক, শিক্ষকদের আধুনিক সমাজে কী পরিস্থিতি হয়, এ সিনেমায় সেই বিষয়টিতেই সংবেদনশীলতার আলো ফেলবে।

জানা গেছে, ১১টি গান থাকবে এ সিনেমায়। এর মধ্যে ৩টি গান ‘সাউন্ড অফ মিউজিক’ সিনেমা থেকে নিয়ে নতুন করে সাজানো হয়েছে। সিনেমাটি শুট করা হচ্ছে হিন্দি এবং তেলুগু ভাষায়, তামিল ভাষাতেও ডাবিং করা হবে।

এমএমএফ/এমএস