লাইফস্টাইল

বিকেলের নাশতায় রাখুন চিকেন চাপ

চিকেন চাপ খেতে অনেকেই বিভিন্ন কাবাব হাউজে জমান। লুচির সঙ্গে কিংবা শুধু চিকেন চাপ খাওয়ার মজাই আলাদা। তবে সব সময় তো আর বাইরে গিয়ে চিকেন চাপ খাওয়া সম্ভব নয়।

Advertisement

তাই চাইলে ঘরেই তৈরি করতে পারেন মজাদার চিকেন চাপ। তাও আবার রেস্তোরাঁর মতোই। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: ১৫ মিনিটেই তৈরি করুন চিকেন ফ্রাই

উপকরণ

Advertisement

১. আদা বাটা ১ টেবিল চামচ২. রসুন বাটা ১ টেবিল চামচ৩. লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ৪. লবণ আধা চা চামচ৫. বিটলবণ ১ চা চামচ৬. চাপের মসলা ২ টেবিল চামচ৭. বেসন আধা কাপ৮. পানি ১ কাপ৯. তেল ভাজার জন্য ও১০. মুরগির বুকের মাংস ৪ পিস

আরও পড়ুন: ১৫ মিনিটেই তৈরি করুন চিকেন ফ্রাই

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস লম্বা পাতলা করে কেটে নিন। তারপর ১ পিস মাংস পাতলা করে ২-৩ পিস করে নিন। এরপর মাংসের পিসগুলো চাকুর উল্টো পিঠ দিয়ে একটু ছেঁচে নিতে হবে। তাহলে মাংসের মধ্যে মসলা ঢুকবে ও ভাজার সময় মাংস শক্ত হয়ে যাবে না।

Advertisement

এবার পানি দিয়ে সব মসলা ও বেসন একসঙ্গে মাখিয়ে নিন। মসলা মাখানোর পর বেশ নরম হবে। এবার এই মাখানো মসলায় মুরগির মাংসগুলো মাখিয়ে মেরিনেট করে রাখুন ৪-৫ ঘণ্টা।

আরও পড়ুন: চুলায় সহজেই তৈরি করুন চিকেন স্টেক

এরপর ডুবো তেলে মাংসের পিসগুলো বাদামি করে ভেজে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার চিকেন চাপ। এবার পরিবেশন করুন সালাদ ও সস দিয়ে।

রেসিপি ও ছবি: ঝুমুর’স কিচেন

জেএমএস/এএসএম