টেলিভিশন কিংবা রেডিও বিনোদনের অন্যতম মাধ্যম। নানান সময়ে দর্শকদের জন্য বিভিন্ন রকমের আয়োজন থাকে। বিশেষ করে কণ্ঠের জাদুতে বিভিন্ন রকমের কথার তাল কিংবা সুরে শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয় একজন কথাবন্ধু।
Advertisement
এরই ধারাবাহিকতায় এবার কিছু মানুষের জীবনের গল্প তাদের নিজের মুখে শোনাতে ‘মাই স্টোরি উইথ আরজে জুবায়ের’ শো নিয়ে হাজির হচ্ছেন এ সময়ের জনপ্রিয় কথাবন্ধু আরজে জুবায়ের।
আরও পড়ুন: ইমরানের ‘ওরে জান’
প্রোগ্রামটি সম্পর্কে কথাবন্ধু জুবায়ের বলেন, ভালোবাসার থাকে বিভিন্ন রঙ, বিভিন্ন রূপ। থাকে হাজারো ব্যাখ্যা। ভালোবাসা কি কেবল তরুণ তরুণীর মাঝেই হয়? নাহ ভালোবাসা বিস্তৃত। নিজের কাজের সঙ্গেও থাকে একটি গভীর সম্পর্ক।
Advertisement
আরও পড়ুন: ফখরুলের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন রফিকুল আলম
এ সম্পর্কেরই বিভিন্ন দিক জানা যাবে ‘মাই স্টোরি উইথ আরজে জুবায়ের’ শো তে। প্রতি মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১০টা রেডিও ধ্বনিতে ৯১.২ এফএম-এ একই সঙ্গে দেখা এবং শোনা যাবে প্রোগ্রামটি।
এমএমএফ/জেআইএম
Advertisement