জাতীয়

ড্রাইভিং পেশার আড়ালে মাদক কারবার, গ্রেফতার দুই

চট্টগ্রামের রাউজানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতাররা হলেন- মো. এলতাজ উদ্দীন এবং মোহাম্মদ রাসেল। ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে তারা মাদকের কারবার করে আসছিলেন।

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭। গ্রেফতারের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় বলেও জানায় র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে র‌্যাব-৭ রাউজান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। এসময় একটি প্রাইভেটকারকে দাঁড়ানোর সংকেত দিলে দুই যুবক প্রাইভেটকার থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর র‌্যাব সদস্যরা ওই দুই যুবককে আটক করেন। পরে তাদের প্রাইভেটকার থেকে প্লাস্টিকের চার বস্তা ভর্তি ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

র‌্যাব জানায়, গ্রেফতাররা ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সেগুলো চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

এমডিআইএইচ/কেএসআর/এএসএম