ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অনন্ত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে এবং আটক করা হয়েছে আরও ৩ শিক্ষার্থীকে। রোববার দুপুরে রাজধানীর শাহবাগে চারুকলা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগের দাবিতে আন্দোলতরত শিক্ষার্থীরা রোববার সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সমাবেশ করে। দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় ২৫০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিতে তার কার্যালয়ের দিকে রওনা হয়। চারুকলা ইনস্টিটিউটের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। বাকিরা সেখানেই অবস্থান করতে থাকেন। দুপুর ২টার দিকে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় পুলিশ জলকামানও ব্যবহার করে।বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি কমিটির সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ বলেন, পুলিশ অতর্কিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। শুরুতে সবাই শান্তিপূর্ণ অবস্থাতেই ছিল। কিন্তু পুলিশ হয়তো ওপর মহলের নির্দেশে এভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে।শাহবাগ থানার এসআই সাবেহ আলীর জানান, শিক্ষার্থীরা ইট-পাটকেল ছোড়ার পর অ্যাকশনে যেতে বাধ্য হয় পুলিশ।
Advertisement