#আর্শট-রকের চিফ হিট অফিসার বুশরা আফরিন #ঢাকার তাপমাত্রা কমাতে কাজ করবেন মেয়র আতিকের মেয়ে# এশিয়ার প্রথম চিফ হিট অফিসার বুশরা
Advertisement
যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রক) বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করে। তারা এখন ঢাকার তাপমাত্রা কমাতে গতকাল বুধবার (৩ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে। চুক্তি মোতাবেক তাদের কাজের অংশ হিসেবে ডিএনসিসিতে ‘চিফ হিট অফিসার’ পদে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়া হয়।
আর্শট-রকফেলার ফাউন্ডেশন বুশরা আফরিনের আগে বিশ্বের অন্যান্য দেশ থেকে আরও সাতজন নারীকে চিফ হিট অফিসার পদে নিয়োগ দিয়েছে।
আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা কমাতে কাজ করবেন বুশরা
Advertisement
তবে এ নিয়োগের সঙ্গে ডিএনসিসির কোনো প্রকার প্রাতিষ্ঠানিক বা আর্থিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রাজা। বৃহস্পতিবার (৪ মে) সেলিম রেজা জাগো নিউজকে বলেন, বুশরা আফরিনের নিয়োগের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো প্রকার প্রাতিষ্ঠানিক বা আর্থিক সংশ্লিষ্টতা নেই। যথাযথ যোগ্যতা যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই আর্শট-রক তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে।এখন চিফ হিট অফিসারের বেতনসহ তার আওতায় যেসব কাজ হবে, সেগুলোর অর্থায়ন করবে আর্শট-রক।
তিনি বলেন, এ নিয়োগটি সত্যিই আমাদের দেশের জন্য অনেক বেশি গর্বের এবং আনন্দের। কারণ, বুশরা আফরিনই প্রথম এশিয়ার কোনো শহরের চিফ হিট অফিসার। এখন সৃষ্ট সমস্যাগুলোর বৈজ্ঞানিক এবং কারিগরি সমাধান খুঁজে বের করে তার বাস্তবায়নে জোর দেওয়া হবে।
আরও পড়ুন: যেসব দেশে আছে হিট অফিসার
ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করে কানাডায় উচ্চ মাধ্যমিক পড়েছেন বুশরা। পরে কুইন্স ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নিয়েছেন গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে। এছাড়া ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্টেও তিনি পড়ালেখা করেছেন। এ সময়ে ঘানার বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পে কাজ করেন।
Advertisement
বাংলাদেশের বৃহত্তম এনজিও শক্তি ফাউন্ডেশনের একজন ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন বুশরা। এছাড়া বাংলাদেশের প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে তিনি বিপথগামী প্রাণীদের মানবিক চিকিৎসা এবং কল্যাণ পরিচালনার জন্য একটি নীতি তৈরি করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে কাজ করেছেন। এখন তিনি চিফ হিট অফিসার পদে দক্ষতার সঙ্গে কাজ করে নগরের তাপমাত্রায় সহনীয় পর্যায়ে আনতে পারবেন বলে আশা করে ডিএনসিসি।
আরও পড়ুন: ঢাকা উত্তরের ‘চিফ হিট অফিসার’ হলেন মেয়র আতিকের মেয়ে বুশরা
বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, চিলির সান্টিয়াগো, সিয়েরা লিওনের সান্টিয়াগো, গ্রিসের এথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চিফ হিট অফিসার রয়েছে। সবশেষ ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পেলেন বুশরা আফরিন, যিনি এশিয়ার কোনো শহরের প্রথম চিফ হিট অফিসার।
এমএমএ/এমকেআর