আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৪ মে ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

পুতিনের সাজা হওয়া উচিত : জেলেনস্কিইউক্রেনে হামলা চালানোর অপরাধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবশ্যই শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে নেদারল্যান্ডস সফরে যান তিনি। পরে হেগেতে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন জেলেনস্কি। পুতিনের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, আমরা সবাই এখানে (আন্তর্জাতিক ফৌজদারি আদালত) ভিন্ন পুতিনকে দেখতে চাই। যিনি তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সাজা পাওয়ার যোগ্য।

বৈশাখে ঘন কুয়াশার চাদরে দিল্লিবৈশাখ মাসে চারদিকে ঘন কুয়াশা কিংবা তীব্র গরমের মধ্যেই শীতকালের মতো তাপমাত্রা। এমনটা কখনও ভাবা যায়? এ ধরনের আবহাওয়া কল্পনাও করা যায় না। কিন্তু পরিবেশের খামখেয়ালিপনায় এমনটাই দেখা গেল ভারতের রাজধানী দিল্লিতে। গত কয়েক দিনের বৃষ্টিতে এমনিতেই রাজধানীর তাপমাত্রা কমে গেছে। বৃহস্পতিবার সকালে সেই তাপমাত্রা নেমে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। স্বাভাবিক তাপমাত্রা যা থাকার কথা তারচেয়েও ৯ ডিগ্রি কম ছিল বৃহস্পতিবার সকালের তাপমাত্রা। বৈশাখে প্রকৃতি শীতের আমেজ ফিরিয়ে দিয়েছে দিল্লিকে। আবহাওয়া অফিস বলছে, ১৯৮২ সালের ২ মে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতিবার সকালের তাপমাত্রা ছিল গত ৪১ বছরে সর্বনিম্ন।

খেরসনে রাশিয়ার হামলায় নিহত ২৩ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রাশিয়ার হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বুধবার ওই শহরে গোলাবর্ষণ শুরু করে রাশিয়া। গভর্নর ওলেকসান্দর প্রোকুদিন অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, আমরা যেখানে বসবাস করছি সেখানে টার্গেট করে শত্রুরা হামলা চালাচ্ছে। তিনি জানান, একটি বড় বাজার, একটি রেলওয়ে স্টেশন এবং বেশ কিছু আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। প্রোকুদিন বলেন, বিভিন্ন হামলায় ৪৬ জন আহত হয়েছে। খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র ওলেকসান্দর টোলোকোনিকোভও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খেরসনে রুশদের গ্রহণ না করার বদলা নিতেই রাশিয়া হামলা চালিয়েছে।

Advertisement

সুদানে সংঘাত চলছেইউত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। প্রেসিডেন্টের প্রাসাদ এবং সেনাবাহিনীর সদরদপ্তরের আশপাশের এলাকা থেকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সরানোর চেষ্টা করছে দেশটির সেনাবাহিনী। গত ১৫ এপ্রিল দেশটিতে সংঘাত শুরু হয়। এদিকে গত ২ মে দুপক্ষ সাতদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও সংঘাত বন্ধ হয়নি। বৃহস্পতিবার খার্তুমের বিভিন্ন স্থানে তীব্র বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে মঙ্গলবার সুদানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫৫০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪ হাজার ৯২৬ জন।

ইসরায়েলি অভিযানে ৩ ফিলিস্তিনি নিহতইসরায়েলি অভিযানে কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার ফিলিস্তিনি। উত্তরাঞ্চলীয় নাবলুস শহরে ওই অভিযান চালানো হয়। সে সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হাতে তিনজনের নিহত হওয়ার বিষয়টি বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রচণ্ড গোলাগুলির কারণে নিহত দুজনের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তভারত শাসিত জম্মু-কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সেখানের কিশতওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত দুই ক্রুর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এরই মধ্যে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে। গত দুই মাসের মধ্যে ভারতে এটি তৃতীয় দুর্ঘটনা। এর আগে ১৬ মার্চ মহড়া চলাকালীন অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ ছিলেন।

ইরান-সিরিয়ার কৌশলগত সহযোগিতা চুক্তিদামেস্ক সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দু’দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করেছেন। দু’দিনের সফরে বুধবার দামেস্কে পৌঁছেই প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট রাইসি। সাক্ষাতে দু’দেশের জনগণের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যের মানুষের স্বার্থে একটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির ওপর দুই প্রেসিডেন্ট গুরুত্ব আরোপ করেন। কৌশলগত সহযোগিতা চুক্তির পাশাপাশি বাণিজ্য, তেল ও জ্বালানি, ইঞ্জিনিয়ারিং, আবাসন, রেল, আকাশপথে যোগাযোগ, মুক্ত বাণিজ্য অঞ্চল, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং পরস্পরের দেশে জিয়ারতকারীদের যাতায়াতের সুবিধা করে দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ১৪টি সমঝোতা স্মারকে সই করেন রাইসি ও আসাদ।

Advertisement

পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার জেলেনস্কিরক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমরা মস্কো বা পুতিনের ওপর কোনো হামলা চালাইনি। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম ও শহরকে রক্ষা করতে লড়াই করছি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ক্রেমলিনে মঙ্গলবার রাতে দুটো ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে, তবে রুশ প্রতিরক্ষা বাহিনী সে রাতেই ড্রোন দুটো আকাশে ধ্বংস করে দিয়েছে। হামলার অভিযোগ করে রাশিয়া হুমকি দিয়েছে, সময় অনুযায়ী তারা এর উপযুক্ত জবাব দেব।

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলো বিশ্বব্যাংক। বুধবার (৩ মে) ২৫ সদস্যের এক্সিকিউটিভ বোর্ড জানিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট থাকবেন বাঙ্গা। বাঙ্গাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হলেন বাঙ্গা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে বসলেন তিনি। অজয় বাঙ্গার জন্ম ভারতের পুনেতে। বাবা হরভজন সিং বাঙ্গা ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মকর্তা। ২০১০ সালে মাস্টারকার্ডের সিইও হন বাঙ্গা। এর আগে নেসলে, পেপসির মতো সংস্থার দায়িত্বে ছিলেন তিনি।

টিটিএন/জেআইএম