মাত্রাতিরিক্ত বেনজোয়িক এসিড ব্যবহারের কারণে আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের নির্দিষ্ট ব্যাচের টমেটো সস ও মরিচের আচার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে এ তথ্য।
Advertisement
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, ১০ মে’র মধ্যে বাজার থেকে নির্দিষ্ট ব্যাচের সব পণ্য প্রত্যাহার করবে প্রতিষ্ঠানটি। এই সময়ের পর পণ্যগুলো বাজারে পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ‘ভেজাল খাবারে ৪৫ লাখ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে’
ভোক্তাদের আহমেদ ফুড প্রোডাক্টসের ওই ব্যাচের পণ্য দেখে কেনার অনুরোধ করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে কেনা পণ্য নির্ধারিত বিক্রয় কেন্দ্রে ফেরত দিয়ে সমপরিমাণ মূল্য বুঝে নেওয়ার জন্য বলা হয়েছে।
Advertisement
এদিকে পণ্য প্রত্যাহারের নির্দেশ পাওয়ার পর আহমেদ ফুড প্রোডাক্টস একাধিক জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরও পড়ুন: সব খাদ্যে বিষ, মানুষ যাবে কোথায়: স্বাস্থ্যমন্ত্রী
এতে তারা জানিয়েছে, নির্দিষ্ট ব্যাচের টমেটো সস ও মরিচের আচারে মাত্রাতিরিক্ত বেনজোয়িক এসিড পাওয়ায় সেগুলো বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির গণবিজ্ঞপ্তি অনুযায়ী টমেটো সসের ব্যাচ নম্বর হলো ১৬, আর আচারের ব্যাচ নম্বর ১৯৩।
Advertisement
এনএইচ/জেডএইচ/জেআইএম