ফিচার

যেসব দেশে আছে হিট অফিসার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম 'চিফ হিট অফিসার' হিসেবে দায়িত্ব নেন বুশরা আফরিন। গত বুধবার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

Advertisement

ঢাকার তাপমাত্রা কমানোর জন্য যৌথভাবে কাজ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) সঙ্গে সমঝোতা চুক্তি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

আর্শট-রক বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় চিফ হিট অফিসার নিয়োগ করে। তারা প্রথম চিফ হিট অফিসার নিয়োগ দেন ২০২১ সালে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, চিলির সান্টিয়াগো, সিয়েরা লিওন, গ্রিসের এথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চিফ হিট অফিসার আছে।

Advertisement

সবশেষ বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পান বুশরা আফরিন। তিনি এশিয়ার কোনো শহরের প্রথম চিফ হিট অফিসার।

চিফ হিট অফিসারের আওতায় যেসব কাজ হবে; সেগুলোর অর্থায়ন করবে আর্শট-রক। এছাড়া চিফ হিট অফিসারের বেতনসহ সব খরচ তারাই বহন করবেন।

এসইউ/জেআইএম

Advertisement