সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে মসজিদের জমির সীমানা চিহ্নিত করা নিয়ে খান ও শেখ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের খান ও শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মসজিদের জমির সীমানা চিহ্নিত করতে দুই পক্ষ বৈঠকে বসে। সেখানে খান গোষ্ঠীর মুহিব খান, মজাম্মেল খান এবং শেখ গোষ্ঠীর জয়নাল আবেদীন ও শেখ এহিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
Advertisement
লিপসন আহমেদ/এসআর/জেআইএম