আইন-আদালত

ন্যান্সির পুরস্কার চুরি: স্বামীসহ গৃহকর্মী কারাগারে

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা ও তার স্বামী শাকিলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

বৃহস্পতিবার (৪ মে) একদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: স্বামীর সঙ্গে থাকছেন না ন্যান্সি

এর আগে ২৭ এপ্রিল একই আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। ওইদিন আসামিদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আদালতে না আসায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম শুনানি শেষে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

আরও পড়ুন: ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পদক চুরি

মামলার অভিযোগ থেকে জানা যায়, ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন তাহমিনা ও তার ছোট বোন রিপা। এরমধ্যে তাহমিনাকে বাসা থেকে নিতে প্রায়ই আসতেন তার স্বামী শাকিল। এরপর ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যান তাহমিনা। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসায় কাউকে না জানিয়ে চলে যান।

আরও পড়ুন: আসিফের বিরুদ্ধে মামলা নয় জিডি করেন ন্যান্সি

১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান বাসার আলমারিতে তার দুটি সোনার চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ অন্য অলংকার নেই। যার বাজারমূল্য তিন লাখ ২১ হাজার টাকা।

Advertisement

এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

জেএ/জেডএইচ/জিকেএস