আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সেখানের কিশতওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত দুই ক্রুর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

এরই মধ্যে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে। গত দুই মাসের মধ্যে ভারতে এটি তৃতীয় দুর্ঘটনা।

এর আগে ১৬ মার্চ মহড়া চলাকালীন অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ ছিলেন।

সম্প্রতি প্রশিক্ষণ থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের আলাস্কায় সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ সেনা নিহত হয়। আহত হন আরও এক সেনা।

Advertisement

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলেই দুই সেনার মৃত্যু হয়। তৃতীয় জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পথে।

এমএসএম