খেলাধুলা

পাঞ্জাবের রান পাহাড় টপকে দুর্দান্ত জয় মুম্বাইয়ের

মোহালিতে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে পেয়ে বিশাল স্কোরের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার পর পাঞ্জাব সমর্থকরা ভেবেছিলো, এবার নিশ্চিত তাদের দল পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে যাবে; কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দুই মুম্বাইকর ব্যাট হাতে যেভাবে জ্বলে উঠলেন, তাতে ২১৪ রানের বিশাল স্কোরও রক্ষা করতে পারেনি শিখর ধাওয়ানের দল।

Advertisement

যার ফলে ৭ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিলো রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ে শেষ চারের লড়াই বেশ ভালোভাবেই জমিয়ে দিলো মুম্বাই ইন্ডিয়ান্স।

৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে মুম্বাই। পাঞ্জাবকে তারা নামিয়ে দিয়েছে সপ্তম স্থানে। অথচ, এই একটি ম্যাচ জিততে পারলে মুম্বাই ৬ষ্ঠ স্থান থেকে সোজা চলে যেতো দ্বিতীয় স্থানে।

২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে অধিনায়কের উইকেট হারালেও ভেঙে পড়েনি মুম্বাই। ইশান কিশান এবং ক্যামেরন গ্রিন মিলে ৫৪ রানের জুটি গড়ে তোলেন। ১৮ বলে ২৩ রান করে আউট হন এ সময় ক্যামেরন গ্রিন।

Advertisement

এর মধ্যে ইশান কিশান ঝড় তুলেছিলেন। ৪১ বলে ৭ বাউন্ডারি এবং ৪ ছক্কায় ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শুধু তাই নয়, মুম্বাইর আকাশে সুর্যোদয় ঘটনা সুর্যকুমার যাদব। ৩১ বলে ২১২.৯০ স্ট্রাইকরেটে ৬৬ রানো টর্নেডো ইনিংস খেলেন তিনি। সুর্যকুমার এবং ইশান কিশান মিলে গড়ে তোলেন ১১৬ রানের ঝোড়ো জুটি।

এই দু’জন আউট হয়ে গেলেও টিম ডেভিড ১০ বলে ১৯ এবং তিলক ভার্মা ১০ বলে ২৬ রান করে ১৮.৫ ওভারেই (৪ উইকেট হারিয়ে) ২১৬ রান করে মুম্বাইকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন। পাঞ্জাবের হয়ে নাথান এলিস ২টি, আর্শদিপ সিং এবং রিশি দেওয়ান ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিয়াম লিভিংস্টোন এবং জিতেশ শর্মার ব্যাটে ভর করে ৪ উইকেটে ২১৪ রানের স্কোর গড়ে তোলে পাঞ্জাব। লিভিংস্টোন ৪২ বলে ৮২ এবং জিতেশ শর্মা ২৭ বলে করেন ৪৯ রান।

আইএইচএস/

Advertisement