মাউন্ট এভারেস্টে আরোহনকালে যুক্তরাষ্ট্রের এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট এক সংগঠক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
Advertisement
পাসাং শেরপা বলেন, জনাথন সুগারম্যান নামের ওই মার্কিন পর্বতারোহী অসুস্থ বোধ করতে শুরু করার পর ক্যাম্প-২ এ মারা যান। এরপর তার মরদেহ অন্যান্য আরোহীদের সঙ্গে ক্যাম্প-২ তে রাখা হয়।
বসন্ত মৌসুমে এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত রেকর্ড ৪৬৩ জনকে পর্বতারোহনের অনুমতি দেয় নেপাল। এদিকে সুগারম্যানের মৃত্যুর পর সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মাউন্ট এভারেস্টে আরোহনকালে তার মৃত্যু হয়েছে। এ সময় তার পরিবার ও বন্ধুদের প্রতিও সমবেদনা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বসন্ত মৌসুম হচ্ছে মাউন্ট এভারেস্ট আরোহনের ক্ষেত্রে জনপ্রিয় সময়। কারণ মে মাসে পবর্তারহেরা এর সর্বোচ্চ স্থানে উঠতে চায়।
Advertisement
তবে তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়া ও রেকর্ড সংখ্যাক আরোহীর কারণে এ বছর উদ্বেগ বাড়ছে ব্যাপকভাবে। ধারণা করা হচ্ছে, সর্বোচ্চ স্থানে ভিড় বাড়বে।
এমএসএম