বিনোদন

প্রশংসা কুড়াচ্ছে শ্যামল মাওলার ‘অনবদ্য’ অভিনয়

 

সময়ের ব্যস্ত অভিনেতা শ্যামল মাওলা। এরইমধ্যে নিজের অভিনয় গুণে শোবিজে ভালো অবস্থান তৈরি করেছেন তিনি। নাটকের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন ওটিটির কাজ নিয়ে। সম্প্রতি তার অভিনীত ‘মহানগর-২’ ওয়েব সিরিজ ‘হৈচৈ’-এ মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন আশফাক নিপুন।

Advertisement

‘মহানগর-২’ ওয়েব সিরিজে ধনকুবের আফনান চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। সিরিজটি মুক্তি পাওয়ার পর তার অনবদ্য অভিনয়ে বুঁদ দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা শ্যামলকে প্রশংসায় ভাসাচ্ছেন। জানাচ্ছেন নিজেদের অভিমত।

সিরিজটি দেখে হিমাদ্রী ভৌমিক নামে এক দর্শক লিখেছেন, ‘শ্যামল ভাই, আপনি বরাবরের মতোই ফাটিয়ে দিয়েছেন।’ আহমেদ আল আমিন নামে একজন লিখেছেন, ‘একটানে সব পর্ব দেখা শেষ করেছি, শ্যামল মাওলার অভিনয় দুর্দান্ত লেগেছে।’

দৌইস মিত্র নামে অন্য একজন লিখেছেন, ‘শ্যামল ভাই, আপনি একজন জাত অভিনেতা। আপনার প্রেমে পড়ে গেছি। অসাধারণ অভিনয়। সিরিজটি দেখার সময় মনে হচ্ছিল আপনার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। অদ্ভূত রকমের অভিনয় করেন আপনি।’

Advertisement

সদর ঘাটের টাইগার, মানিহানি, মাইনকার চিপায়, কষ্টনীড়, মহানগরসহ বেশ কিছু ওটিটির কাজ করে আলোচনায় আসেন শ্যামল। বলতে গেলে বাংলাদেশে ওটিটির শুরুই তার অভিনয়ের মধ্যদিয়ে। বর্তমানে শ্যামলের হাতে আছে একাধিক ওয়েব সিরিজ।

‘মহানগর-২’-তে প্রধান চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আরও আছেন ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, লুৎফর রহমান জর্জ, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি, নওশাবা আহমেদসহ অনেকে। সিরিজে চমক হিসেবে উপস্থিত হয়েছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

পুলিশের একজন ওসিকে থানা থেকে উঠিয়ে এনে অজ্ঞাত স্থানে আটকে রেখে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ এবং তার অতীত কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘মহানগর-২’।

এমআই/এএএইচ

Advertisement