নেত্রকোনার খালিয়াজুরীতে এসএসসি পরীক্ষার হলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে এ মামলা করা হয়।
Advertisement
রোববার (৩০ এপ্রিল) খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বিশৃঙ্খলার ঘটনা ঘটে। সোমবার (১ মে) ওই পরীক্ষা কেন্দ্রের সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস খালিয়াজুর থানায় এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল আজিম (২৩), খাইরুল ইসলাম (২২), প্রান্তর তালুকদার (১৯) ও আসাদুল ইসলাম (২০) এবং ছাত্রলীগকর্মী মুন্নী খাতুন (১৯) ও আবীর মিয়া (১৯)।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ওই কেন্দ্রের সচিব একটি অভিযোগ দেন। সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
মামলার বাদী খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের সচিব রবীন্দ্র বিশ্বাস জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল পৌনে ১০টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষার হলে প্রবেশ করেন। তারা পরীক্ষার্থীদের মাঝে কলম ও পানির বোতল বিতরণ করেন। এসময় রাজনৈতিক বক্তব্য দেন। পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া পরীক্ষার হলে বহিরাগতদের প্রবেশের নিয়ম নেই। তা সত্ত্বেও প্রশ্ন দেওয়ার আগ মুহূর্তে তারা পরীক্ষা হলে অবস্থান করেন। ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে পরীক্ষার কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারও করেছেন। বিষয়টি ইউএনও-এর নজরে আসলে তিনি আমাকে অবগত করেন।
এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা তোফাজ্জল আজিমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরীক্ষা হলের কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এইচ এম কামাল/এএএইচ
Advertisement