শুরুতে একের পর এক উইকেট হারিয়ে এবারের আইপিএলে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ে কি না দিল্লি ক্যাপিটালস, সে চিন্তায় অস্থির হয়ে পড়েছিলো দলটির সমর্থকরা। তবে, শুরুতে যে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো, সেটা কাটিয়ে শেষ পর্যন্ত গুজরাট টাইটান্সের সামনে ১৩০ রানের লড়াকু স্কোর দাঁড় করিয়েছে দিল্লি ক্যাপিটালস।
Advertisement
শুরুতে মোহাম্মদ শামির বোলিং তোপে চোখে শর্ষেফুল দেখতে থাকে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। ৫ ওভারে মাত্র ২৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা।
এরপরই ঘুরে দাঁড়ায় দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল এবং অখ্যাত ব্যাটার আমান হাকিম খানের ব্যাটে জবাব দিতে শুরু করে দিল্লি। ৫০ রানের জুটি গড়ে তোলেন এ দু’জন। ৩০ বলে ২৭ রান করে আউট হন অক্ষর প্যাটেল। তার আগে দলকে বড় বাঁচা বাঁচিয়ে যান তিনি।
তবে অখ্যাত আমান হাকিম খান ৪৪ বলে ৫১ রান করে দিল্লিকে লজ্জা থেকে রক্ষা করেন। ৩টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি। ১৩ বলে ২৩ রান করেন রিপাল প্যাটেল। শেষ পর্যন্ত অলআউট হতে হয়নি দিল্লিকে। নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান তুলতে সক্ষম হয় দিল্লির ব্যাটাররা।
Advertisement
মোহাম্মদ শামি ৪ ওভার ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। ২ উইকেট নেন মোহিত শর্মা এবং ১ উইকেট নেন রশিদ খান। একজন (ডেভিড ওয়ার্নার) হলেন রানআউট।
আইএইচএস/