নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নিয়মের বাইরে সাঁটানো শুভেচ্ছা ও নির্বাচনের প্রচারণামূলক ব্যানার, ফেস্টুন, তোরণ অপসারণ করেছে নির্বাচন কমিশন।
Advertisement
মঙ্গলবার (২ মে) দিনব্যাপী পৌরসভাজুড়ে এ অপসারণ কার্যক্রম চালানো হয়। আগামী আগামী ১২ জুন এই পৌরসভা নির্বাচনের দিন ধার্য রয়েছে।
এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুন্দর আলী, স্বতন্ত্র প্রার্থী ইকবাল মোল্লা, হাবিবুর রহমানসহ বিভিন্ন কাউন্সিলর প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণ করা হয়।
এর আগে একাধিকবার বলা হলেও প্রার্থীরা এসব অপসারণ না করায় বাধ্য হয়ে অভিযান চালায় নির্বাচন কমিশন।
Advertisement
আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন বলেন, আমরা সবগুলো অপসারণ করেছি। সেইসঙ্গে প্রার্থীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
এসময় আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম ও আড়াইহাজার থানার উপ-পরিদর্শক নাহিদ মাসুমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এএসএম
Advertisement