খেলাধুলা

দায়িত্ব থেকে সরিয়ে রাখা হতে পারে বাফুফের কয়েকজন কর্মকর্তাকে

গত ১৭ এপ্রিল বাফুফের জরুরি সভায় সোহাগকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর ১৫ দিন পার হলেও সভা করতে পারেনি সেই তদন্ত কমিটি। মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভায় তদন্ত কমিটি প্রধান কাজী নাবিল আহমেদ প্রতিবেদন জমা দিতে প্রথম সভা থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সময় নিয়েছেন।

Advertisement

এ সভায় তদন্ত কমিটি থেকে দু’জনের পদত্যাগ নিয়েও আলোচনা হয়েছে। সভাসূত্রে জানা গেছে, বাফুফের দুই সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন মহিকে নিয়ে অনেক কথা হয়েছে। দু’জনকে তোপের মুখে পড়তে হয়েছে নির্বাহী কমিটির সভায়। কেন তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে গেলেন, তার জবাব চেয়েছেন নির্বাহী কমিটির অনেকেই। সভা শেষে মহিউদ্দিন আহমদে মহি সরে যাওয়ার জন্য ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেন। অপর সহ-সভাপতি আতাউর ভুঁইয়া মানিক কোন মন্তব্য করতে রাজী হননি।

দু’জন পদত্যাগ করলেও সেখানে নতুন কাউকে নেওয়া হবে না বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন- যারা আছেন তাদের নিয়েই তদন্তের কাজ চলবে।

কবে নাগাদ কমিটি তদন্ত শুরু করতে পারে? কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগামী রবিবার বা সোমবার আমরা প্রথম সভায় বসবো।'

Advertisement

বাফুফের অনেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে। অনেকের নাম গণমাধ্যমে প্রকাশও পাচ্ছে। তাদের দায়িত্বে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব কিনা এমন এক প্রশ্নের জবাবে কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা প্রথম সভায় সিদ্ধান্ত নেবো কোন প্রক্রিয়ায় তদন্ত হবে। তদন্তের আগে কাউকে দোষী করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যায় না। তবে প্রয়োজনে আমরা কয়েকজনকে কাজ থেকে সরিয়ে রাখতে পারি। এসবই সিদ্ধান্ত হবে কমিটির প্রথম সভায়।'

আরআই/আইএইচএস