সরকারবিরোধী সব দলকে সঙ্গে নিয়ে শিগগির আন্দোলনের যৌথ ঘোষণা আসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Advertisement
মঙ্গলবার (২ মে) দুপুরে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। যুগপৎ আন্দোলনকে আরও শক্তিশালীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব কর্মসূচি, করণীয় কী হওয়া উচিত- সেসব বিষয়ে আলোচনা করেছি। আমরা সবাই মিলে জয়েন্ট স্টেটমেন্ট (যৌথ বিবৃতি) করবো। এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।
শিগগির আন্দোলনের যৌথ ঘোষণা করা হবে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সেখানে গণতন্ত্র মঞ্চসহ সবাই মিলে আমরা জাতির সামনে জয়েন্ট ডিক্লারেশন (যৌথ ঘোষণা) দেবো। আন্দোলন যাতে আগামীতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, জাতি আন্দোলনের সফলতা ভোগ করতে পারে- সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
Advertisement
গণতন্ত্র মঞ্চের নেতা হাসনাত কাইয়ুম বলেন, অতীতে সরকার পরিবর্তনে যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, বর্তমান আন্দোলন এর চাইতে আলাদা। আমরা কেবল এ সরকার বদলের জন্য আন্দোলন করছি না। আমরা এই সরকার বদল ও এই যে স্বৈরতান্ত্রিক সরকার ক্ষমতাসীন হয়, তারা ক্ষমতা যেন কুক্ষিগত করতে না পারে সেজন্য আন্দোলন করছি। রাষ্ট্রের সংস্কার কিংবা মেরামতে এই সরকার পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। আগামী দিনে সরকারবিরোধী সব দল নিয়ে আমরা জাতির সামনে অন্দোলনের যৌথ ঘোষণা দেবো।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
গণতন্ত্র মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম ও শেখ রফিকুল ইসলাম।
কেএইচ/কেএসআর/এএসএম
Advertisement