রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নির্বাপণে কাজ করার সময় আমার সামনে এসে এক ব্যবসায়ী বলছেন গতকাল তিনি দোকানে ৬ লাখ টাকার মালামাল তুলেছেন। আত্মহত্যা করা ছাড়া তার কোনো উপায় নেই। মূলত তার এ কথাটা আমার মনে লেগেছে। এসময় ওই ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে অন্য ব্যবসায়ীরা কান্নাকাটি করছিলেন। তাদের দেখে খারাপ লাগা থেকেই যতটুকু পেরেছি সহযোগিতা করেছি।
Advertisement
এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ তো আগেই পেয়েছি। কথাগুলো বলছিলেন অগ্নিদুর্ঘটনায় সাহসিকতা ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পাওয়া কনস্টেবল পরান সরকার।
মঙ্গলবার (২ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ৪৩ পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। পরে অনুষ্ঠান শেষে এ কথা বলেন পরান সরকার।
গত ১৫ এপ্রিল রাজধানীর নিউ সুপার মার্কেটের অগ্নিদুর্ঘটনায় সাহসিকতা ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ৪৩ পুলিশ সদস্যকে পুরস্কার দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পিএমও (পূর্ব) বিভাগের ৩৬ জন এবং ডিএমপি মিডিয়া বিভাগের সাতজনকে এ পুরস্কার দেওয়া হয়।
Advertisement
পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরান সরকার বলেন, আমাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কারও মালামাল ধরার অনুমতি আমাদের নেই। যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ না পাবো কিছু ধরার সুযোগ নেই।আরও পড়ুন>> ৪৩ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলো ডিএমপি
দোকানিদের আহাজারি দেখে খুব কষ্ট পেয়েছি। তখন মনে হলো আমরা কিছু একটা যদি করতে পারতাম। সেসময় আমাদের ডিসি স্যার ঘটনাস্থলের পরিস্থিতি দেখে নির্দেশনা দিলেন তোমাদের দ্বারা যতটুকু সম্ভব সহযোগিতা করো।
কনস্টেবল উজ্জ্বল কুমার বর্মণ বলেন, আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে ব্যবসায়ীরা আহাজারি করছিলেন। এটা দেখে আমাদের ডিসি স্যার নির্দেশনা দিলেন তোমরা ততটুকু পার সহযোগিতা করো।
রাজু আহমেদ বলেন, সেদিন প্রথমেই আমরা রাস্তাটা যেন ফায়ার সার্ভিসের গাড়ি ও তাদের কাজ করতে সুবিধা হয় সেই দায়িত্ব পালন করছিলাম। কিন্তু ব্যবসায়ীদের আহাজারি দেখে অস্ত্র রেখে তাদের সহযোগিতা করেছি।
Advertisement
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের দিন সকালে পুলিশ সদস্যরা নিউমার্কেট এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এ সময় তারা ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার গাড়ি ও কর্মকর্তাদের ঘটনাস্থলে যেতে সহযোগিতা করেছেন।
এসময় নিউমার্কেটে নিয়োজিত ফোর্সদের দোকানের মালামাল নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী পুলিশ সদস্যরা তাদের সাধ্যমতো ব্যবসায়ীদের সহযোগিতা করেন। পুলিশ সদস্যদের সেদিনের মানবিক কাজের জন্য খুশি হয়ে ডিএমপির কমিশনার আজ তাদের সম্মানিত করেছেন।
আরএসএম/এমএএইচ/জিকেএস