গত ১৫ এপ্রিল রাজধানীর নিউ সুপার মার্কেটের অগ্নি দুর্ঘটনায় সাহসিকতা ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ৪৩ পুলিশ সদস্যকে পুরস্কার দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পিএমও (পূর্ব) বিভাগের ৩৬ জন এবং ডিএমপি মিডিয়া বিভাগের ৭ জনকে এই পুরস্কার দেওয়া হয়।
Advertisement
মঙ্গলবার (২ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
নিউমার্কেট থানার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের দিন নিয়োজিত পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে ব্যবসায়ীদের মালামাল সরাতে সহযোগিতা করে। তাদের এই সাহসিক ও মানবিক কাজের দিকটি ব্যাপকভাবে প্রচার পায়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ভাবমূর্তি ব্যাপকভাবে উজ্জ্বল হয় বলে মনে করে ডিএমপি।
পুরস্কার পাওয়া পিএমও (পূর্ব) বিভাগের ৩৬ সদস্য হলেন- এএসআই মো. হোসেন, কনস্টেবল পরান সরকার, আবেদুর রহমান, গোলাপ, কাকন, শান্ত, মো. সজিব, উজ্জ্বল কুমার বর্মণ, রাকিব, খালিদ, মো. গোলাম মোস্তফা, মো. সজিব, অনিক বড়ুয়া, মো. মেহেদী হাসান, এইচএম আ. কাইয়ুম, মো. শামীম হোসেন, মো. ইমামুস সুলতান, মো. রাসেল আহমেদ, সাইফুল ইসলাম সৈকত, মো. নোমান, মো. ফাহিম হোসেন, সঞ্জয় চন্দ্র বর্মণ, মো. তুষার আর্থী, রাজু আহমেদ রাজ, মো. শাহীন, মো. সাকিব, মো. জাহিরুল, মো. মাহমুদুল, মো. নাঈম, মো. মিজান, মো. বোরহান, মো. আকিবুল, মাসুদ রানা, মো. আমির হোসেন, মো. মিলন, মো. মামুন।
Advertisement
আরও পড়ুন: ভেজা শরীরে একের পর এক কাপড়ের বস্তা নামিয়ে আনছে পুলিশ
ডিএমপি মিডিয়া বিভাগের ৭ জন হলেন- এএসআই মো. মুশফিকুর রহমান, কনস্টেবল মো. আবুল কালাম আজাদ, মো. আদনান খান, বরুণ কুমার রায়, মো. আবেদ মিয়া, মো. রাসেল আহমেদ, মো. মনিরুজ্জামান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ১৯৭১ সাল থেকে বাংলাদেশ পুলিশ বাংলাদেশের জনগণের পাশে ছিল, আমরা থাকবো। দেশের নানা ঘটনায় বাংলাদেশ পুলিশ পালিয়ে যায় না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার বলেন, নিউমার্কেটের ঘটনায় পুলিশ সদস্যরা প্রমাণ দিয়েছে পুলিশ সময় মতো ক্লিক করতে জানে। আমরা আমাদের পেশাদারত্বের পরিচয় দিতে পেরেছি।
Advertisement
অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খন্দকার মহিদ উদ্দিন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, এই পুরস্কার ভবিষ্যতে পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের কর্মস্পৃহা ও মনোবল আরও বৃদ্ধি করবে। পুলিশ সদস্যদের অপেশাদার আচরণ থেকে নিজেদের সংযত রাখতে হবে।
আরএসএম/এমএইচআর/জিকেএস