পুলিশ কর্মকর্তা স্ত্রীকে মারধরের মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (১ মে) দুপুরে নাচোল পৌর এলাকার চেয়ারম্যান পাড়া মহল্লায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে দুপুর ১২টার দিকে যৌতুকসহ নানা বিষয় নিয়ে হেলাল তার স্ত্রী নাসরিন আক্তারকে মারধর করেন। পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে নাসরিন আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এসময় হেলালকে আটক করা হয়।
নাসরিন আক্তার রাজশাহীর বাঘা থানায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত।
Advertisement
স্থানীয়রা জানান, ছয় বছর আগে নাচোল থানায় কর্মরত ছিলেন নাসরিন আক্তার। সেই সুবাদে পরিচয় হয় চেয়ারম্যান পাড়ার হেলাল উদ্দিনের সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। সম্প্রতি ছুটি নিয়ে স্বামী হেলাল উদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন নাসরিন আক্তার। এরপর থেকেই যৌতুকসহ নানা বিষয় নিয়ে তাকে নির্যাতন করতেন হেলাল উদ্দিন।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আহত নাসরিন থানায় মামলা করেছেন। ওই মামলায় দুপুরেই কাউন্সিলর হেলাল উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোহান মাহমুদ/এসআর/এএসএম
Advertisement