জাতীয়

মে দিবসের অনুষ্ঠানে রেল শ্রমিক লীগের দুপক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে মে দিবসের অনুষ্ঠানে রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

সোমবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নতুন রেলস্টেশন এলাকায় রেল শ্রমিক লীগের সিরাজ গ্রুপ এবং অলিউল্লাহ সুমন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে মিজান (৩০) নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিজান নগরীর সদরঘাট থানার ৩০নং পূর্ব মাদারবাড়ির কামাল গেট এলাকার মো. নাসিরের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, নতুন রেলস্টেশন এলাকায় মে দিবসের অনুষ্ঠানে দুই পক্ষের মারামারিতে ছুরিকাহত একজনকে দুপুর ১২টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে ২নং ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করেন।

Advertisement

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, সিরাজ গ্রুপ এবং অলিউল্লাহ সুমন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। মে দিবস উপলক্ষে দুই গ্রুপই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। নতুন রেলস্টেশনে সিরাজ গ্রুপের অনুষ্ঠান চলাকালীন পাশ দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল অলিউল্লাহ সুমন গ্রুপ। এসময় দুই পক্ষ বিবাদে জড়ায়।

এমডিআইএইচ/কেএসআর/এএসএম