জাতীয়

মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শোভাযাত্রা

মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার (১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে এ শোভাযাত্রা বের হয়।

Advertisement

শোভাযাত্রাটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। হাজারো মেহনতী হাজির হন শোভাযাত্রায়। বাদ্যযন্ত্রের তালে তালে ব্যানার, ফেস্টুন, হাতি, ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা বর্ণিল আর জমকালো হয়ে ওঠে।

আরও পড়ুন: রিকশার চাকায় স্বপ্ন ঘোরে আমিনুলের

প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে শোভাযাত্রায় শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Advertisement

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে বিশ্বের শ্রমজীবী মেহনতী মানুষের অধিকার আদায়ের এই দিনটি।

আরও পড়ুন: অন্যের দোকানে কাজ করা আবুল বাশারের ছেলে আজ এএসপি

কেএইচ/বিএ/জিকেএস

Advertisement