জাতীয়

আইএমএসও`র মহাপরিচালক পদে বাংলাদেশ প্রার্থীর জয়লাভ

আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) আওতায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থার (আইএমএসও) মহাপরিচালক পদে বাংলাদেশের প্রার্থী জয়লাভ করেছে। রোববার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান।নৌ পরিবহন মন্ত্রী বলেন, এবারই প্রথম ইউরোপের বাইরে এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি মহাপরিচালক পদে নির্বাচিত হলেন। মহাপরিচালক পদের জন্য আইএমএসও’র ৯৯টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ জার্মানী, ফ্রান্স, ইটালী ও রোমানিয়াসহ মোট ৫টি দেশ নির্বাচনে প্রতিদ্বিতা করেছে। মোট ৪টি পর্যায়ে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং প্রতিটি পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে।তিনি বলেন, চূড়ান্ত ভোট পর্বে বাংলাদেশের প্রতিনিধি ৪৯ ভোট এবং রুমানিয়ার প্রতিনিধি ৩৭ ভোট পায়। ৪ বছরের জন্য চূড়ান্তভাবে আইএমএসও’র মহাপরিচালক পদে নির্বাচিত হন, যা আগামী ১৫ এপ্রিল ২০১৫ থেকে কার্যকর হবে।শাজাহান খান বলেন, বাংলাদেশের প্রার্থী ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ক্যাপ্টেন মঈন আহমেদ। যিনি বর্তমানে লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক নৌ সংস্থায় আইএমও লিয়েনে কর্মরত আছেন। তিনি যুক্তরাজ্য থেকে মাস্টার মেরিনার সার্টিফিকেট অর্জন করেন এবং সুইডেনের মালমোতে অবস্থিত ওয়াল্ড মেরিটাইন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।তিনি আরও বলেন, আইএমএসও একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা, যা ১৯৭৭ সাল থেকে যাত্রা শুরু করে। আইএমএসও মূলতঃ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমুদ্র পরিবহনের নিরাপত্তা, বিপদের পূর্বাভাস, বিপদ বা দূর্যোগ কবলিত সমুদ্র পরিবহনের সন্ধান ও উদ্ধার কাজের সমন্বয়, সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক তথ্য সম্প্রচার ইত্যাদি সেবা প্রদান পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ ১৯৯৩ সাল থেকে আইএমএসও এর সদস্য।মন্ত্রী বলেন, বাংলাদেশ গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস এ্যান্ড সেফটি সিস্টেম (জিএম ডি এস এস) বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় ৩৭২ কোটি টাকা প্রাক্কলিত মূল্যের প্রকল্প গ্রহণ করেছে। মহাপরিচালক পদে একজন বাঙ্গালীর নির্বাচনে বিজয় লাভের ফলে উক্ত প্রকল্প বাস্তবায়ন ও তৎপরবর্তী পরিচালনা সহজতর হবে। মেরিটাইম ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।উল্লেখ্য, ইতোপূর্বে গত ৩২ বছর যাবৎ ইউরোপের প্রতিনিধি আইএমএসও’র মহাপরিচালক পদে নিয়োজিত ছিলেন। গত ২৭ নভেম্বর লন্ডনে অবস্থিত আইএমও’র সদর দপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। -বাসস

Advertisement