মানছেন রাউন্ড রবিন লিগের শুরুর দিকে তার দল ভালো খেলেনি। প্রথম ৫ ম্যাচের চারটিতেই হেরেছে। এরপর সাকিব দলে আসায় ভারসাম্য ফিরে আসে এবং ভালোভাবে কামব্যাক করে মোহামেডান।
Advertisement
কিন্তু সুপার লিগে খেলতে হবে সাকিব, মিরাজ, রনি তালুকদার ও ইংলিশ স্পিনার জ্যাক লিনটটকে ছাড়া মোহামেডান কি পারবে? এ ৪ নির্ভরযোগ্য পারফরমার ছাড়া সুপার লিগে ভাল করতে পারবে সাদা-কালো শিবির?
এ প্রশ্ন সামনে রেখেই সোমবার মাঠে নামবে ইমরুল কায়েসের দল। মোহামেডান অধিনায়কের আশা, ‘শুধু যে আমরা সমস্যা মোকাবেলা করবো তা না, জাতীয় দলের ক্রিকেটাররা না থাকায় সবার জন্যই কম্বিনেশন সমস্যা হবে। আমার কাছে মনে হয় তাদের (সাকিব-মিরাজ) ব্যাকআপ যাদের নিয়েছি আমরা তারা এখন ভালো করছে। আশা করি ভালো কিছু হবে।’
‘এখন লক্ষ্য যে পাঁচ ম্যাচ আছে সেখানে ভালোভাবে শেষ করতে পারলে টপ দুই, তিনে থাকতে পারবো। আমাদের লক্ক্য একটাই আমরা ভালো ক্রিকেট খেলবো।’
Advertisement
ইমরুলের শেষ কথা, ‘একটা সময় আমরা ভালো শুরু পেয়েও ভালোভাবে শেষ করতে পারিনি। চেষ্টা করবো আগে যে ভুলগুলো করেছি সেগুলো শোধরানোর। ভালো শুরু পেলে এবার বড় রান করার চেষ্টা করবো। বড় রান করলে অবশ্যই ওদের জন্য প্রেশার থাকবে। দেখা যাক খেলার ফল কালকে দিন শেষে বোঝা যাবে।’
এআরবি/আইএইচএস