স্বাস্থ্য

আরও এক রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপন

ঈদের ছুটির পর বাবুল মোল্লা (৪১) নামে এক রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। কিডনি দাতা ছিলেন বাবুল মোল্লার স্ত্রী মদিনা বেগম। রোগী ও কিডনি দাতা উভয়ে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

Advertisement

শনিবার (২৯ এপ্রিল) এই রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়। এসময় প্রতি শনিবার অন্তত একটি কিডনি প্রতিস্থাপনের কথা জানান চিকিৎসকরা।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. বাবরুল আলম জানান, কিডনি বিকল রোগের সর্বোত্তম চিকিৎসা কিডনি প্রতিস্থাপন। সম্পূর্ণ বিনা খরচে এই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। দাতা ও গ্রহীতা দুজনেই সুস্থ আছেন।

আরও পড়ুন: দেশে প্রথমবার ব্রেইন ডেথ মানুষ থেকে কিডনি প্রতিস্থাপন

Advertisement

তিনি আরও জানান, আগামী দিনগুলোতে প্রতি শনিবার অন্তত একটি করে কিডনি প্রতিস্থাপনের লক্ষ্য আছে। কিডনি রোগের চিকিৎসায় এনআইকেডিইউকে নেতৃস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে তারা নিরলসভাবে কাজ করে চলেছেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এএএম/এসএনআর/এমএস