আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়িতে এলোপাতাড়ি গুলি, নারী-শিশুসহ নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) রাতে টেক্সাস অঙ্গরাজ্যের ক্লিভলেন্ড শহরের একটি বাড়িতে এ হামলা চালান সন্দেহভাজন এক ব্যক্তি। শনিবার (২৯ এপ্রিল) এসব তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

Advertisement

আরও পড়ুন>> যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

স্থানীয় পুলিশ বলছে, হামলাকারী এআর-১৫ রাইফেল থেকে একটি বাড়িতে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছেন। শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়। পরে একটি ফোন কল পেয়ে ঘটনাস্থলে আসেন সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফ কার্যালয়ের কর্মকর্তারা।

আরও পড়ুন>> দক্ষিণ আমেরিকার লিথিয়াম নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের কাড়াকাড়ি

Advertisement

পুলিশ আরও জানায়, তারা এসে ঘটনাস্থলে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। সিএনএনর প্রতিবেদন অনুযায়ী গুলিতে নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু ও দুজন নারী রয়েছেন। মৃত ওই দুই নারীকে শয়নকক্ষে জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন>> ট্রাম্পের বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ

ক্লিভলেন্ড শহর কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি এআর-১৫ রাইফেল নিয়ে গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলেও ধারণা কর্মকর্তাদের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কমপক্ষে ১০ জনকে দেখতে পায়। এ ঘটনায় নিহতদের সবার বয়স আট থেকে ৪০ বছরের মধ্যে।

সূত্র: সিএনএন

Advertisement

এসএএইচ/জিকেএস