দেশজুড়ে

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে পদ্মা নদী উত্তাল থাকায় এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

Advertisement

লঞ্চ চলাচল বন্ধ থাকায় লঞ্চের যাত্রীদের ফেরিতে নদী পারাপারের পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, ঈদের আজ ৮ম ও সাপ্তাহিক ছুটির শেষ দিনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর থেকে বাড়তে থাকে ঢাকামুখী যাত্রীদের চাপ। কিন্তু হঠাৎ ঝড়ো বাতাসে নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানেজার নূরুল আনোয়ার মিলন জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন সন্ধ্যা হয়ে আসছে। আবহাওয়া ভালো না পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। রাতে আর লঞ্চ চলাচল করবে না। পরিস্থিতির উন্নতি হলে আগামীকাল সকাল থেকে আবার লঞ্চ চলাচল শুরু করা হবে।

Advertisement

রুবেলুর রহমান/এফএ/এএসএম