সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষে জামাল মিয়া (৩৮) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের আরও ৮ জন আহত হয়েছেন।
Advertisement
শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের ঈশানকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে জগন্নাথপুরের সাহারপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় ভাতিজা জামালের সঙ্গে চাচা হোসাইনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে ঈশানকোনা গ্রামে উভয়পক্ষের লোকজন দেশীয় ও অগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় চাচা হোসাইন মিয়ার লোকজনের হাতে ভাতিজা জামাল মিয়া (৩৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় জামাল মিয়াকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষে জামাল মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে।
Advertisement
লিপসন আহমেদ/এফএ/এএসএম