বিনোদন

কোনো ছবিতে আর ইনভেস্ট করব না: অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ‘মোস্ট ওয়েলকাম’, ‘খোঁজ দ্য সার্চ’ ও ‘দিন দ্য ডে’র মতো বেশ কিছু সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। জাগো নিউজের এবারের ঈদের বিশেষ অনুষ্ঠান ‘জাগো তারকা’য় অতিথি হয়ে এসেছিলেন তিনি। কথা হলো তার সঙ্গে-

Advertisement

জাগো নিউজ: এবারের ঈদে ‘কিল হিম’ সিনেমা মুক্তি পেয়েছে, কেমন সাড়া পাচ্ছেন?

অনন্ত জলিল: আপনারা তো জানেনই ঈদের আগে থেকেই এ ছবি অনেক আলোচনায় রয়েছে। ‘ঈদ মোবারক’ গানটি তো একদম এক রাতেই ১৪ লাখ ভিউ হয়েছে। এবং রোমান্টিক গানটাও অনেক সুন্দর। গানের লোকেশনটাও সুন্দর।

আরও পড়ুন: সমালোচনার মধ্যেই নতুন সিনেমা নিয়ে আসছেন অনন্ত জলিল

Advertisement

জাগো নিউজ: প্রথমবার আপনাদের নিজেদের প্রযোজনা পরিচালনার বাইরে কোনো ছবি করলেন। এটার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু জানাতেন-

অনন্ত জলিল: এতো কষ্ট আমার কোনো ছবিতে করিনি। এবং এ ছবি যখন করেছি তখন বগুড়ায় ১৬-১৭ দিন প্রতিদিনই সকাল ৯টা থেকে রাত ৩টা-৪টা পর্যন্ত শুটিং করেছি। যখন ছবি রিলিজ হবে, ঈদের দুদিন আগে থেকে ঘুম নেই। পোস্টারের ডিজাইনগুলো এবং ট্রেইলারটা আমার স্টাইলে হচ্ছে কি না সেগুলো দেখেছি। আমার কাজগুলো আমার স্টাইলে না হলে মানুষ বলবে অন্য প্রোডাকশনে কাজ করে অনন্ত জলিলের কোয়ালিটির অবনতি ঘটেছে।

জাগো নিউজ: আমরা জানি যে, অনন্ত জলিল মানেই বর্ষা, আর বর্ষা মানেই অনন্ত জলিল। কিন্তু এবার বর্ষার বদলে অনন্ত জলিলের বিপরীতে আরেকজনকে আমরা দেখেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাই?

অনন্ত জলিল: ভালো! সে খুব পোলাইট ছিল এবং খুব রেসপেক্ট করতো আমাকে।

Advertisement

আরও পড়ুন: অনন্য মামুনকে কান ধরে উঠাবো বসাবো: অনন্ত জলিল

জাগো নিউজ: এবার ঈদে অনেকগুলো সিনেমা হলে মুক্তি পেয়েছে। আপনি কি এর মধ্যে কোনো সিনেমাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন?

অনন্ত জলিল: এখানে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী এটা আসলে মিডিয়ার বানানো কথা। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী না। কিছু কিছু মিডিয়া হাউজ তাদের টিআরপি বাড়াতে এসব লেখে।

জাগো নিউজ: বাইরের প্রযোজনায় কি আর কোনো কাজ করার পরিকল্পনা আছে?

অনন্ত জলিল: ‘নেত্রী দ্য লিডার’ই শেষ সিনেমা, যেখানে আমি ইনভেস্ট করবো। আর কখনোই কোনো ছবিতে ইনভেস্ট করবো না। আমি এরপর থেকে সবসময় বাইরের প্রযোজনায় কাজ করবো।

জাগো নিউজ: আর কখনো সিনেমার প্রযোজনা করবেন না এমন সিদ্ধান্ত কেন নিলেন?

অনন্ত জলিল: আমি যখন মোস্ট ওয়েলকাম ২ রিলিজ করলাম তখন একসঙ্গে ২৮০টি সিনেমা হলে সেটি মুক্তি পায়। এরপর আট বছর পর যখন ‘দিন দ্য ডে’ রিলিজ করলাম তখন দেখি বাংলাদেশে সিনেমা হল-ই সব মিলিয়ে ৮০-৯০টি। এত কম হলে আমি আর ইনভেস্ট করতে চাই না।

আরও পড়ুন: দিন: দ্য ডে’র বাজেট নিয়ে বিতর্ক, যা বললেন অনন্ত জলিল

জাগো নিউজ: আপনি যেহেতু এখন বাইরের প্রযোজনায় কাজ করবেন সেক্ষেত্রে আপনি কোন ধরনের গল্পে পরবর্তী কাজগুলো করতে চান?

অনন্ত জলিল: আমি এমন গল্পে কাজ করবো না যেটা অর্থহীন ছবি। ভালো থিম নিয়ে কাজ করতে চাই।

জাগো নিউজ: ঈদে আপনার ‘কিল হিম’ সিনেমাটি রিলিজ হয়েছে। নিশ্চয় দর্শকদের ভালোবাসা পাবে সিনেমাটি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন।

অনন্ত জলিল: আমরা যা করি আপনাদের ভালোবাসার জন্যই করি। আমরা আপনাদের ভালোবাসি, আপনারাও আমাদের ভালোবাসুন।

এমএমএফ/এএসএম