শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
Advertisement
তারা হলেন- উপজেলার চাংপাড়া এলাকার মৃত হরমুজ আলীর মেয়ে বানি বেগম (৭০) ও ভেলুয়া এলাকার হাছেন আলীর মেয়ে হালিমা বেগম (১০)।
পুলিশ জানায়, বিকেলে হালিমা বেগম ও তার ছোট বোন হেনা আক্তার বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে হালিমা বেগম পানিতে ডুবতে যায়। পরে ছোট বোন বাড়িতে গিয়ে বাবা-মাকে জানালে পুকুর থেকে হালিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
Advertisement
অপরদিকে বৃদ্ধা বানি বেগম বিদ্যুৎচালিত সেচপাম্পের সুইচ দিতে যান। এসময় মোটরের বৈদ্যুতিক তার বানি বেগমের সঙ্গে লেগে আগুন ধরে যায়। এতে বানি বেগমের শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পৃথক ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইমরান হাসান রাব্বী/আরএইচ/এমএস
Advertisement