দেশজুড়ে

কাদের মির্জা সস্ত্রীক করোনা আক্রান্ত

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisement

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম।

তিনি জাগো নিউজকে বলেন, দুদিন আগে মেয়রের সহধর্মিণী আকতার জাহান বকুল করোনা আক্রান্ত হন। পরে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় পরীক্ষা করে মেয়র কাদের মির্জার শরীরেও করোনা শনাক্ত হয়। দুজনকে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামের বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল মেয়র আবদুল কাদের মির্জা ও তার স্ত্রী আকতার জাহান বকুলের দ্রুত সুস্থতায় সবার দোয়া কামনা করেছেন।

Advertisement

পারিবারিক সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র আবদুল কাদের মির্জার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

মেয়র আবদুল কাদের মির্জা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি ১৯৯৮ সালে প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বসুরহাট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১১ সাল থেকে টানা তিনবার প্রথম শ্রেণির পৌরসভা বসুরহাটের মেয়র নির্বাচিত হন।

নির্বাচন ব্যবস্থাসহ নোয়াখালী আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়ে কঠোর সমালোচনা করে ফেসবুকে লাইভ করে সারাদেশে আলোচিত হন আবদুল কাদের মির্জা। তিনি বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

Advertisement