খেলাধুলা

মাহমুদউল্লাহ-আফিফের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন নান্নু

মাহমুদউল্লাহ-আফিফের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন নান্নু

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাসদুয়েক আগেই জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপের আগেই চূড়ান্ত হবে ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড। দুই মাস পর আজ ২৮ এপ্রিল বিকেলে সে একই কথা বললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। শুক্রবার বিকেলে নিজের বাসায় বসে সাংবাদিকদের সাথে আলাপে প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপের আগেই বিশ্বকাপের জন্য পুল তৈরি করবেন তারা। কবে নাগাদ বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত হতে পারে? এমন প্রশ্নর মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ আছে। ওয়ার্ল্ডকাপের আগে এশিয়া কাপ আছে, আফগানিস্তানের সাথে সিরিজ আছে। আয়ারল্যান্ড সিরিজ তো দরজায় কড়া নাড়ছে। প্রতিটা সিরিজ নিয়ে চিন্তাভাবনা করছি। কারণ এখন এত বেশি খেলা, প্লেয়ারদের ফিটনেসের ব্যাপারটা অনেক বেশি কনসার্ন। সেইভাবে আমরা আগাচ্ছি। আশা করছি, সিরিজ বাই সিরিজ রেডি করে এশিয়া কাপের আগে ওয়ার্ল্ডকাপের জন্য পুল রেডি করতে পারব।’ জাতীয় দলে এক সময়ের অপরিহার্য সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, প্রিমিয়ার লিগের প্রথমপর্বে সবচেয়ে বেশি রান করা আবাহনীর বাঁহাতি ওপেনার নাইম শেখ, প্রথমবার ডাক পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরী সম্পর্কে জানতে চাওয়া হলে নান্নু বোঝানোর চেষ্টা করেন, যাদের কথা বলা হলো তারা সবাই ২৪ জনের সম্ভাব্য পুলে আছেন। নান্নু বলেন, ‘আফিফ অবশ্যই বিবেচনায় আছে। আমাদের পুলভুক্ত যে ২৪ জন খেলোয়াড় রেডি করে রেখেছি, তাদেরকে ভালোভাবে মনিটরিং করা হচ্ছে। কেউ চোখের আড়াল হচ্ছে না। যাকে যখন প্রয়োজন মনে হবে, তাকে দলে নেওয়া হবে।’ রিয়াদ সম্পর্কেও নান্নু প্রায় একই কথা বলেছেন, ‘২৪টা প্লেয়ার আমাদের পুল করা আছে। তো পার্টিকুলার কিছু না। যারা আছে সবাইকে ওয়ার্ল্ডকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।’

Advertisement

নাইম শেখ সম্পর্কে প্রধান নির্বাচকের কথা, ‘নাইম শেখ অবশ্যই ভালো করছে। সে আমাদের এইচপি টিমে ছিল। ‘এ’ টিমের সামনে সিরিজ আছে, সেখানেও দেখব। ডিপিএলে অনেকগুলো খেলোয়াড় ভালো পারফর্ম করছে। এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে। আমাদের পুলের যে ২৪ জন খেলোয়াড় আছে, সেটার মধ্যে অবশ্যই থাকবে নাইম শেখ।’

মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে কিছু বলতে বলা হলে নান্নু যোগ করেন, ‘আমরা কিছু নাম্বার অব ফাস্ট বোলারের পুল তৈরি করেছি। এখানে ১০ জনের মতো ফাস্ট বোলার আছে। এখানে মৃত্যুঞ্জয় আছে। সিরিজ বাই সিরিজ কিছু প্লেয়ারকে টিম ম্যানেজমেন্টের দেখানোর সুযোগ দিতে হয়। সেই হিসেবে মৃত্যুঞ্জয়কে এই সিরিজে আমরা ইনক্লুড করেছি। আশা করছি, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে আরও ইম্প্রুভ করবে। আমাদের ব্যাকআপ বোলার হিসেবে যেটা দরকার, সেভাবে নিজেকে তৈরি করতে পারবে।’

এআরবি/এমএমআর/এমএস

Advertisement