এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘জ্বিন’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ভৌতিক সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। সিনেমাটি পাইরেসির অভিযোগে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাজ মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার মো. আবু বকর।
Advertisement
শুক্রবার (২৮ এপ্রিল) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জাগো নিউজকে এ তথ্য জানান। ওসি বলেন, জ্বিন সিনেমা পাইরেসির অভিযোগে বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার মো. আবু বকর। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সিনেমা হল থেকে অবৈধভাবে জ্বিন চলচ্চিত্রটি ধারণ করে ‘টি ফর তাসনিয়া’ নামে একটি ফেসবুক পেজ থেকে পাইরেসি করেছে। চলচ্চিত্রটির ধারণকৃত ভিডিও বিভিন্ন খন্ডিত অংশের হাসি, তামাশা, উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক শব্দ ব্যবহার করে কারও প্রচারণায় প্রণোদিত হয়ে গত ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টি ফর তাসনিয়া’ নামের ফেসবুক পেজে প্রকাশ করে অপপ্রচার চালায়।
চলচ্চিত্রটির ভিডিও পাইরেসি এবং কটাক্ষ উক্তি ফেসবুক পেজে প্রচার করায় জাজ মাল্টিমিডিয়া সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে ও জ্বিন চলচ্চিত্রটি বড় অংকের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করা হলো।
Advertisement
জ্বিন সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও পূজা চেরি। সিনেমাটি রাজধানীসহ দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে।
টিটি/এএএইচ/এমএস