জাতীয়

দিনে মাংস, রাতে ইয়াবা বিক্রি করতেন তিনি

রাজধানীর রায়েরবাজার এলাকায় মাংস বিক্রি করতেন মো. রুস্তম (৩৯)। সারাদিন এই কাজে ব্যস্ত থাকলেও রাত হতেই বেরিয়ে পড়তেন ইয়াবার প্যাকেট নিয়ে। বৃহস্পতিবার রুস্তমকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে এসব তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মিরপুর মডেল থানা এলাকার টেকনিক্যাল মোড় থেকে রুস্তমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুস্তম দিনে মাংস বিক্রি করতেন, আর রাতে ইয়াবা বিক্রি করতেন। রুস্তম মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের মো. জানে আলম ওরফে কালুর ছেলে।

ওসি মোহাম্মদ মহসীন জানান, রুস্তম মিরপুরের চিহ্নিত মাদক বিক্রেতা। তিনি মূলত ইয়াবা বিক্রি করতেন। তবে রুস্তম ইয়াবা বিক্রি করতেন ছদ্মবেশে। বৃহস্পতিবার ইয়াবা বিক্রির উদ্দেশ্যে টেকনিক্যাল মোড় এলাকায় যান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রুস্তমের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

Advertisement

আরএসএম/কেএসআর