চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহের চরে ঝড়ের কবলে আটকা পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
Advertisement
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভ্রমণের উদ্দেশ্যে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অপর প্রান্তের বাহেরচরে ঘুরতে যান ওই ২২ শিক্ষার্থী। এসময় সন্ধায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে সেখানে আটকা পড়েন তারা। পরে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে কোস্টগার্ড মতলব উত্তর উপজেলার কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে কোস্টগার্ডের এক উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভুক্তভোগী শিক্ষার্থীরা সুস্থ ও নিরাপদ আছেন বলেও নিশ্চিত করেছে কোস্টগার্ড।
Advertisement
নজরুল ইসলাম আতিক/কেএসআর