চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘শিল্প-সংস্কৃতি’ নিয়ে জাগো জবসের ৫ম পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বাংলাদেশের ‘বাউল সম্রাট’ কাকে বলা হয়? উত্তর : লালন ফকির। ২. প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক কে? উত্তর : চার্লস উইলকিনস। ৩. প্রশ্ন : সর্বপ্রথম চলচ্চিত্র কে নির্মাণ করেন? উত্তর : লুমিয়ার ব্রাদার।৪. প্রশ্ন : সর্বপ্রথম চলচ্চিত্র কোন দেশে নির্মিত হয়? উত্তর : যুক্তরাষ্ট্র।৫. প্রশ্ন : সর্বপ্রথম চলচ্চিত্র কখন নির্মাণ করা হয়?উত্তর : ১৮৯৫ সাল। ৬. প্রশ্ন : উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে? উত্তর : হীরালাল সেন। ৭. প্রশ্ন : বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে? উত্তর : আবদুল জব্বার খান। ৮. প্রশ্ন : হীরালাল সেন নির্মিত চলচ্চিত্রটি প্রথম কবে প্রদর্শিত হয়? উত্তর : ৪ এপ্রিল ১৮৯৮। ৯. প্রশ্ন : হীরালাল সেন নির্মিত চলচ্চিত্রটি প্রথম কোথায় প্রদর্শিত হয়? উত্তর : কলকাতার ক্লাসিক থিয়েটারে। ১০. প্রশ্ন : উপমহাদেশের প্রথম এবং বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি? উত্তর : জামাই ষষ্ঠী।১১. প্রশ্ন : ‘জামাই ষষ্ঠী’ কত সালে নির্মিত?উত্তর : ১৯৩১ সালে। ১২. প্রশ্ন : উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কী? উত্তর : আলী বাবা ও চল্লিশ চোর। ১৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি? উত্তর : মুখ ও মুখোশ।১৪. প্রশ্ন : বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কবে নির্মিত?উত্তর : ৩ আগস্ট ১৯৫৬। ১৫. প্রশ্ন : ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? উত্তর : আবদুল জব্বার খান। ১৬. প্রশ্ন : অস্কার পুরস্কারপ্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি? উত্তর : পথের পাঁচালী।১৭. প্রশ্ন : ‘পথের পাঁচালী’ কত সালে অস্কার পুরস্কার লাভ করে?উত্তর : ১৯৯১ সাল। ১৮. প্রশ্ন : ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? উত্তর : সত্যজিৎ রায়। ১৯. প্রশ্ন : ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত? উত্তর : ১৯৫৫ সালে। ২০. প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে? উত্তর : জহির রায়হান। এসইউ/পিআর
Advertisement