জাতীয়

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জনসহ প্রার্থী ৩৮৪

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরসহ মোট ৩৮৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রির) মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। এরপর এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Advertisement

ইসি সূত্রে জানা যায়য়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র কেনেন। তবে জমা দিয়েছেন ১২ জন। সংরক্ষিত আসনেকাউন্সিলর পদে ৮৯ জন মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন ৮২ জন। সাধারণ কাউন্সিলর পদে ৩৪৩ জন মনোনয়ন নিলেও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন ২৯০ জন। মোট ৪৪৫টি মনোনয়নপত্র বিতরণ হলেও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েছে ৩৮৪টি।

নির্বাচন কমিশন আরও জানায়, মেয়র পদে আওয়ামী লীগের মো. আজমত উল্লাহ খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশিদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২-৪ মে, আপিল নিষ্পত্তি ৫-৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে এবং প্রতীক বরাদ্দ ৯ মে। আগামী ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement

এইচএস/এএএইচ/জেআইএম