নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে কুল্লাগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
পুলিশ জানায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিএনপি শোভাযাত্রার প্রস্তুতি নেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ওই দিন সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে আবদুল আওয়ালসহ বিএনপির দুশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। এ মামলায় বৃহস্পতিবার বিকেলে আবদুল আওয়ালকে গ্রেফতার করা হয়। আওয়ালের বিরুদ্ধে কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতা সুব্রত সাংমা (৪৭) হত্যাসহ অন্তত ১৭টি মামলা আছে।
গ্রেপ্তারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম। তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতা মামলায় আসামি আবদুল আওয়ালকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়।
এইচ এম কামাল/এসজে/জেআইএম
Advertisement