দেশজুড়ে

কৃষকের দুই একর জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

নোয়াখালীর কবিরহাটে চার কৃষকের দুই একর জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চরনলুয়া গ্রামে কৃষক মো. ইউছুফ, মো. আলমগীর, মো. আবদুল আউয়াল ও মো. শাকিলের জমির ওই ধান কেটে দেন তারা।

Advertisement

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিত সাদমান রাহাতের নেতৃত্বে ২০ নেতাকর্মী অংশ নেয়।

আরও পড়ুন: কৃষকের ৭ বিঘা জমির ধান কেটে মাড়াই করে দিল স্বেচ্ছাসেবক লীগ

সাদিত সাদমান রাহাত বলেন, শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের আহ্বানে দেশব্যাপী অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। আমরাও এর বাইরে নয়। খবর পেয়ে আজ (বৃহস্পতিবার) চার কৃষকের দুই একর জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

কৃষক মো. ইউছুপ জাগো নিউজকে বলেন, আর্থিক সমস্যাসহ শ্রমিক সংকটে ক্ষেতের পাকা ধান নষ্ট হয়ে যায়। এদিকে প্রচণ্ড গরমে ধানগুলো ঝরে পড়ছিল। খবর পেয়ে সাদিত সাদমান রাহাতের নেতৃত্বে ছাত্রলীগের নেতারা ধান কেটে ঘরে তুলে দেন।

মো. রফিকুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, ছাত্রলীগের ছেলেরা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছে। এলাকাবাসী চাইলেও শ্রমিকের সংকট থাকায় কিছু করতে পারছিল না।

স্থানীয় জনপ্রতিনিধি মো. সফিউল্যাহ বাচ্চু জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের এমন মহতি কাজে আমরা অনেক খুশি। এলাকাবাসীর পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

Advertisement